বরগুনার পাথরঘাটায় শর্টসার্কিটের আগুনে ঘর পুড়ে যাওয়া মমতাজ বেগমকে নগদ অর্থ, খাদ্য ও শীতবস্ত্র দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ সুলতানা নাদিরা। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আগুনে পুড়ে যাওয়া মমতাজ বেগমের হাতে সাংসদ সুলতানা নাদিরার প্রতিনিধি মোহাম্মদ সোহেল সিকদার ও শওকাত হাসান রমিম এসব পৌঁছে দেন।
সাংসদ সুলতানা নাদিরার প্রতিনিধি শওকাত হাসান রমিম জানান, গত সোমবার জাতীয় দৈনিক আজকের পত্রিকায় ‘শর্টসার্কিটে পুড়ল মমতাজের স্বপ্ন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যা মাননীয় সাংসদ সুলতানা নাদিরার দৃষ্টিগোচর হয়। এর পর দিন মঙ্গলবার তিনি সোহেল সিকদার ও আমার মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে টাকা, খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন।