বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ঢাকার শেখ রাসেল ক্রিকেট একাডেমিকে ১৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শরীয়তপুরের আলহাজ্ব সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশন। গতকাল শনিবার বিকেলে শেষ হওয়া ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি পারভেজ হাসান।
শনিবার বেলা ১২টার দিকে শুরু হওয়া ফাইনাল খেলায় টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩ রান করে সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশন। জয়ের জন্য ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ১৩০ রানে অলআউট হয় শেখ রাসেল ক্রিকেট একাডেমি। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাদবর, শরীয়তপুর ক্রিকেট একাডেমির পরিচালক সেলিম শিকদার। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শরীয়তপুর ক্রিকেট একাডেমির সহায়তায় টুর্নামেন্টে বিভিন্ন জেলায় মোট ৩২টি দল অংশগ্রহণ করে। চলতি বছরের শুরুর দিকে টুর্নামেন্ট শুরু হলেও করোনা মহামারির কারণে দীর্ঘ সময় ফাইনাল খেলা বন্ধ ছিল।