প্রশ্ন: মুখে ব্রণ হচ্ছে। ত্বক ডিপ ক্লিনজিংয়ের জন্য কী কী করতে পারি রোজকার রূপ রুটিনে?
নীলা আফসানা, সিলেট
ত্বকের ধরন জানাননি। তবে ডিপ ক্লিনজিং ফেইসওয়াশ, অয়েল ফ্রি ময়েশ্চারাইজার, মুলতানি মাটির প্যাক লাগাতে পারেন। না কমলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিতে হবে।
প্রশ্ন: ভ্রু ঝরে পড়ছে। বাঁ পাশের ভ্রু ডান পাশের তুলনায় ফাঁকা লাগে দেখতে। ভ্রুর ঘনত্বের জন্য কী করণীয়?
লোপা রাণী মণ্ডল, বিক্রমপুর
খুশকির সমস্যা থাকলে অবশ্যই সারাতে হবে। ক্যাস্টর অয়েল লাগাতে পারেন। না সারলে ত্বকের বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে নিতে হবে।
প্রশ্ন: চুল ঘন করার সহজ কয়েকটি উপায় জানালে উপকৃত হব।
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
ক্যাস্টর অয়েল নিয়মিত লাগাতে পারেন। তবে অবশ্যই সারা রাত তেল লাগিয়ে রাখার পর খুব ভালো মানের শ্যাম্পু দিয়ে ওয়াশ করে কন্ডিশনার এবং হেয়ার সেরাম লাগাতে হবে।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার