হিজলা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে শিক্ষকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. খলিলুর রহমান, প্রধান শিক্ষক কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু বক্কর ছিদ্দিক, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ শিক্ষক নেতারা।
মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন উপজেলা শিক্ষক সমিতির নেতা ফখরুদ্দিন ফোরকান। মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
গত ২৯ ডিসেম্বর পশ্চিম পাল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সাইফুল ইসলামের ওপর হামলা চালানো হয়। পরে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেন।