গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাটের জাফলং আমির মিয়া উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে স্কুল মাঠে ২০০১ বনাম ২০০৫ ব্যাচ মুখোমুখি হয়। খেলাটি নির্ধারিত সময় শেষে গোল শূন্য ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ২০০১ ব্যাচকে পরাজিত করে ২০০৫ ব্যাচ বিজয়ী হয়। ম্যান অব দ্য ম্যাচ হন ২০০৫ ব্যাচের গোলরক্ষক রিপন আহমেদ।
পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।