হোম > ছাপা সংস্করণ

ফুলবাড়ীতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব তো দূরের কথা, বিভিন্ন গণজমায়েতে মাস্ক পরাই ভুলে গেছে মানুষ।

কেউ কেউ লোকদেখানো মাস্ক পরলেও তা নিতান্তই কম। আবার কেউ মুখের থুতনির নিচে ঝুলিয়ে রেখেছেন মাস্ক। না বলে মনে করছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগেও দিনাজপুরে করোনা সংক্রমণের হার ছিল ৮ দশমিক ১৯ শতাংশ; যা গত মঙ্গলবার পর্যন্ত কমে হয়েছে ৩ দশমিক ৯২ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭৩৮ জন, সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১৯ জন, মৃত্যু হয়েছে ২৯০ জনের। সক্রিয় রোগী রয়েছেন ২৯ জন।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত উপজেলায় তিনজন করোনা আক্রান্ত রোগী ছিল। এ পর্যন্ত ৬৯২ জন শনাক্ত হয়েছেন, এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৬৭ জন, মৃত্যুবরণ করেছেন ১৩ জন। টিকার নিবন্ধন করেছেন ১ লাখ ৬ হাজার ৯৫৪ জন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪৯ হাজার ৮৩০ জন, দ্বিতীয় ডোজ ২৩ হাজার ৮৯৩ জন। নিবন্ধনের পর টিকার অপেক্ষায় রয়েছেন ৩৩ হাজার ২৩১ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান জানান, মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা কমিয়ে আনা সম্ভব।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ