বরিশালের বাকেরগঞ্জের ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের সঙ্গে সমান তালে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা। একই অবস্থা হিজলার ধুলখোলা ইউপির। চতুর্থ ধাপের এ ভোটে বিদ্রোহীদের আটকাতে গত সোমবার রাতে জেলা আওয়ামী লীগ চার ইউপির ৭ চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করেছে।
তবে বিদ্রোহী প্রার্থীদের অধিকাংশরাই জানিয়েছেন, আওয়ামী লীগে তাঁদের পদ নেই, নির্বাচনী মাঠে তাই প্রভাবও পড়বে না। বিশেষ করে বাকেরগঞ্জের নিয়মতি ও দুর্গাপাশা এবং হিজলার ধুলখোলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে নৌকার সঙ্গে আনারস ও চশমার। এদিকে ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় এই ৪ ইউপির ভোট ঠিকভাবে হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন একাধিক প্রার্থী।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস সাক্ষরিত সোমবার রাতের এক বিজ্ঞপ্তিতে চার ইউপির ৭ প্রার্থীকে দল থেকে সাময়িক বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বহিষ্কৃতরা হচ্ছেন, বাকেরগঞ্জ উপজেলার নিয়ামিত ইউপির মো. কামাল হোসেন তালুকদার, মো. মাজাহারুল ইসলাম (মনির মুন্সী), মো. সোহরাব হোসেন মৃধা, চরামদ্দি ইউপির মো. সাহাবউদ্দিন খোকন, দুর্গাপাশা ইউনিয়নের এস এম সিরাজুল ইসলাম (সালাম সিকদার) ও মোহাম্মদ আব্দুস ছালাম খান এবং হিজলা উপজেলার দুর্গাপাশা ইউপির জামাল উদ্দিন ঢালী।
পদ না থাকা নেতাদের বহিষ্কারের গুরুত্ব কতটুকু জানতে চাইলে তালুকদার মো. ইউনুস বলেন, ‘তাঁরা আওয়ামী লীগের নাম ব্যবহার করেন। এ জন্য বহিষ্কার দেখানো হয়েছে।’
বাকেরগঞ্জের নিয়ামিত ইউনিয়ন পরিষদে চশমা প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. কামাল হোসেন তালুকদার জানান, তিনি দলের পদে নেই। নৌকার বহিরাগত লোকজন মোটরসাইকেল মহড়া দিয়ে যাচ্ছে। বোমাবাজি, সংঘাত হয়েছে।
নিয়ামতি ইউপির নৌকার চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান বাদশা বলেন, বহিষ্কৃতরা আওয়ামী লীগ নেতা বলে ভোটের মাঠে প্রভাব খাটাতেন। নির্বাচনী এলাকায় সহিংসতা প্রসঙ্গে বলেন, এসব প্রোপাগান্ডা। বিদ্রোহীরা নৌকার লোকজনকে হুমকি ধামকি দিচ্ছে। গত সোমবার রাতেও আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী সোহরাব মৃধার এলাকা থেকে ১০০ হকিস্টিক উদ্ধার করে থানায় দিয়েছেন।
উপজেলার চরামদ্দি ইউপির আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. সাহাবউদ্দিন খোকন জানান, তিনি আওয়ামী লীগের সাধারণ সদস্য ছিলেন। এই বহিষ্কারে সমস্যা নেই। মাঠেই আছেন। নৌকার প্রার্থী গাওসেল আলম খান লাল বলেছেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে।
দুর্গাপাশা ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকে এস এম সিরাজুল ইসলাম জানান, তাঁর তো কোনো পদ নেই। নৌকার প্রার্থী মো. হানিফ তালুকদার বলেন, দুর্গাপাশায় নির্বাচনী পরিবেশ সুষ্ঠ রয়েছে।
বাকেরগঞ্জ উপজেলার ৩ ইউপি ভোটের রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান বলেন, প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
এদিকে হিজলা উপজেলার ধুলখোলা ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দীন ঢালী বলেন, লোকমুখে শুনেছেন তিনি বহিষ্কার হয়েছেন। এসবকে গুরুত্ব দেন না।
নৌকার প্রার্থী ধুলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা জসিম উদ্দিন বলেন, ‘জামাল ঢালী আগে থেকে মেঘনায় নৌযানে চাঁদাবাজি ও মাছঘাট দখলের সঙ্গে জড়িত। একইভাবে নির্বাচনেও জিততে চান।