ভোলায় ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত বুধবার মাদক বিরোধী অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ গত বুধবার বিকেলে মাদক উদ্ধার অভিযান চালিয়ে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের সাচিয়া ৪ নম্বর ওয়ার্ডের ডাক্তার বাড়ির উত্তর পাশ থেকে সিরাজ বয়াতী (৫২), রাসেল ব্যাপারী (২৮) ও বিশ্বজিৎ কুমার দে (৩৮) নামের তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের বাড়ি আলীনগর ইউনিয়ন ও বাপ্তা ইউনিয়নের বিভিন্ন এলাকায়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পুলিশ ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। তাঁদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলা করা হয়েছ। তাঁদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে দাবি পুলিশের।
ভোলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ গোয়েন্দা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।’