হোম > ছাপা সংস্করণ

‘সাড়া ফেলেছে মমিসিংগা পুলাপাইন’

ময়মনসিংহ প্রতিনিধি

‘হাওর, জঙ্গল, মইষের শিং—এই তিনে ময়মনসিং’ প্রবাদ-প্রবচনে এভাবেই পরিচয় করানো হতো একসময় ভারতবর্ষের বৃহত্তম জেলা ময়মনসিংহকে। বৃহত্তর ময়মনসিংহের ঐতিহ্য লালিত হয়ে আসছে এই ধারাবাহিকতায়। এ বিষয়গুলো নিয়েই ময়মনসিংহ জেলাকে তুলে ধরে এমন কিছু আঞ্চলিক কথামালা আর রসাত্মক মিশেলে ‘মমিসিংগা পুলাপাইন’ শিরোনামে তৈরি হয়েছে একটি মিউজিক ভিডিও।

গত সোমবার বিকেলে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশের পরই বেশ সাড়া পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকের টাইমলাইনে ঘুরে বেড়াচ্ছে ‘মমিসিংগা পুলাপাইন’। এর আগে, গত ২৭ সেপ্টেম্বর ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে সুবিশাল সেট তৈরি করে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলে গানের শুটিং। গানটিতে ময়মনসিংহের বিভিন্ন পেশার শতাধিক মানুষ অংশ নেন।

গানের ব্যাপারে নির্মাতা এম জে রুমেল প্রলয় বলেন, ‘আমাদের ময়মনসিংহের মানুষকে নিয়ে একটা গান করার ইচ্ছা ছিল দীর্ঘদিনের। আমি চেয়েছিলাম ময়মনসিংহের একটা নিজস্ব গান থাকুক। অন্যদের কাছে আমাদের বিশেষত্ব তুলে ধরার চেষ্টা ছিল। আর গানটিতে আর্টিস্ট, কলাকুশলী, শিল্পী সবাই ময়মনসিংহের। ময়মনসিংহ আসলে কতটা সমৃদ্ধ সেইটাই বোঝানোর চেষ্টা করেছি।’

গানটির কথা লিখেছে অনিরুদ্ধ শুভ ও প্রলয়। গেয়েছেন অনিরুদ্ধ শুভ ও সিঁথি সরকার। মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন মিতু, অনিক, অপূর্ব, প্রারম্ভিকা, শিশির, প্রাপ্তি, তোয়া, আবুল মনসুর প্রমুখ। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ