চাঁদপুরের হাজীগঞ্জের ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে পাঁচটিতে নির্বাচন করছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা। এদের মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে দুজন দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গত শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত এক পত্রে তাঁদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কার দুই নেতা হলেন- উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মেলিটারি ও যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন মিয়াজী।
তাঁরা দুজন উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়ন ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন মিয়াজী চশমা প্রতীকে হাটিলা পূর্ব ইউনিয়ন এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম আনারস প্রতীকে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চলতি বছর দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁরা নির্বাচনে অংশ নিচ্ছেন।