ময়মনসিংহ মহানগর ও গৌরপুরে অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: ময়মনসিংহ মহানগরে অসহায় শীতার্ত মানুষ ও মাদ্রাসার এতিমদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে নগরীর দেওয়ানিবাড়ি দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও মুক্তিযোদ্ধা আবাসন পল্লিতে এসব কম্বল বিতরণ করা হয়। দেওয়ানিবাড়ি দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কম্বল বিতরণ করেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। এ সময় এতিমখানার সভাপতি আব্দুর রহমান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, আব্দুল খালেক মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে মুক্তিযোদ্ধা আবাসন পল্লিতে কম্বল বিতরণ করেন জেলা যুবলীগের আহ্বায়ক আজহারুল ইসলাম। জেলা যুবলীগ সদস্য আসাদুজ্জামান রুমেলের সহায়তায় অর্ধশতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
গৌরীপুর: প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল স্মৃতি সংসদের উদ্যোগে গৌরীপুরে অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শালিহর বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা নিলুফার আনজুম পপি। উপস্থিত ছিলেন ইউএনও হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম প্রমুখ।