হোম > ছাপা সংস্করণ

চীনকে চাপে ফেলতে নতুন আইন যুক্তরাষ্ট্রে

চীনের জিনজিয়াং প্রদেশ থেকে পণ্য আমদানির বিধিনিষেধ নিয়ে গত বৃহস্পতিবার ‘দ্য উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট’ নামের একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। এ আইনের ফলে ওই প্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানি করতে উৎপাদনের কোনো পর্যায়ে সংখ্যালঘু উইঘুরদের জোরপূর্বক খাটানো হয়নি বলে প্রমাণ লাগবে। প্রেসিডেন্ট জো বাইডেন সই করলে বিলটি আইনে পরিণত হবে। কোকাকোলা, অ্যাপল এবং নাইকিসহ কয়েকটি মার্কিন কোম্পানি এতে ক্ষোভ প্রকাশ করেছে।

একই দিন চীনের ড্রোন নির্মাণকারী কোম্পানি ডিজেআইসহ আটটি প্রযুক্তি কোম্পানির ওপর কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর। ‘বায়োমেট্রিক প্রযুক্তির মাধ্যমে উইঘুরদের ওপর নজরদারি’ এবং চীনা সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার দায়ে এ কড়াকড়ি।

অন্যদিকে আলাদা করে চীনের ‘একাডেমি অব মিলিটারি মেডিকেল সায়েন্সেস’ ও প্রতিষ্ঠানটির ১১ গবেষককেও কালোতালিকাভুক্ত করেছে মার্কিন বাণিজ্য বিভাগ। এর আগে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে চীনসহ কয়েকটি দেশের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেয় বাইডেন প্রশাসন।

জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংস্থা কয়েক বছর ধরে উইঘুরদের নিয়ে নিয়মিতভাবে উদ্বেগ প্রকাশ করে আসছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনারের অফিসের (ওএইচসিএইচআর) ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়, অন্তত ১০ লাখ উইঘুর ও অন্য সংখ্যালঘুদের বিভিন্ন ক্যাম্পে আটকে রেখেছে চীন। শুরুতে অস্বীকার করলেও ‘চরমপন্থা’ থেকে হেফাজত করতে তাদের এসব ‘কারিগরি’ প্রতিষ্ঠানে রাখা হয়েছে বলে পরে দাবি করে বেইজিং।

সম্প্রতি যুক্তরাজ্যের এক বেসরকারি ট্রাইব্যুনালে উইঘুরদের ওপর ‘গণহত্যা’ সংগঠিত হয়েছে বলে রুলিং দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রও গোষ্ঠীটির ওপর ‘গণহত্যা’ হয়েছে বলে মনে করে। কিন্তু উইঘুর ইস্যু নিয়ে রাজনীতি করা হচ্ছে মন্তব্য করে এসব অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে চীন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ