হোম > ছাপা সংস্করণ

ইসির নির্দেশে দৌলতপুরের ওসি প্রত্যাহার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক আদেশের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রত্যাহার করা হয়। কুষ্টিয়া জেলা পুলিশ ও নির্বাচন অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশন সূত্র জানা গেছে, বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন কমিশন থেকে একটি মেইল আসে। উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত মেইল বার্তায় জানানো হয়, চলমান অবস্থায় দৌলতপুরের ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনিক কারণে ওসি নাসির উদ্দীনকে প্রত্যাহার করতে বলা হয়েছে। তাঁর জায়গায় একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী ওসি নাসির উদ্দীনকে প্রত্যাহার করে তাঁর জায়গায় উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নাসির উদ্দীনকে প্রত্যাহার করে তাঁর জায়গায় বুধবার রাতেই এসএম জাবীদ হাসানকে নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে নবাগত ওসি এসএম জাবীদ হাসান জানান, তিনি বুধবার রাতেই তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেছেন। এর আগে তিনি মিরপুর থানার তদন্ত কর্মকর্তা, কুষ্টিয়া সদর থানা ও সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

২৮ নভেম্বর দৌলতপুর উপজেলার ১৪টি ইউপিতে ভোটগ্রহণ হবে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় ও একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। নির্বাচনে বিএনপির নেতারাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন। প্রতিদিন এই উপজেলায় নির্বাচনী সহিংসতা ঘটছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ