হোম > ছাপা সংস্করণ

কোম্পানীগঞ্জে ছোট ভাইকে হারাতে প্রার্থী হলেন বড় ভাই

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সপ্তম ধাপে অনুষ্ঠেয় চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ছোট ভাইকে হারাতে প্রার্থী হলেন বড় ভাই।

তাঁরা হলেন ওই ওয়ার্ডের বুধাকাজী বাড়ির শেখ আহমদের ছেলে মাহফুজ আলম মানিক (৪৫) এবং তাঁর ভাই মো. জামাল উদ্দিন (৩৮)। মো. জামাল উদ্দিন ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তাঁর নির্বাচনী প্রতীক তালা। আর বড় ভাই মানিকের নির্বাচনী প্রতীক মোরগ। ওয়ার্ডে এবারের নির্বাচনে সদস্য প্রার্থী মোট চারজন। ওই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৪ হাজার ১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ২৫ ও নারী ভোটার ২১২১ জন।

ভোটারদের সঙ্গে আলাপ করে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। বিগত নির্বাচনের মতো এবারও ছোট ভাই জামালকে পরাজিত করার লক্ষ্যে লড়ছেন মানিক।

দুই ভাই একই নির্বাচনী এলাকায় প্রার্থী হওয়ায় বিপাকে পড়েছেন আত্মীয়স্বজন ও সাধারণ ভোটাররা। এ বিষয়ে জানতে চাইলে বর্তমান ইউপি সদস্য জামাল উদ্দিন পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘বড় ভাই মনে করেন যে, আমি ইউপি সদস্য হয়ে অনেক টাকা আয় করছি। একজন ইউপি সদস্য বৈধ-অবৈধ পথে অনেক আয় করতে পারে। এ জন্যই ঈর্ষান্বিত হয়ে বড় ভাই মানিক আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’

অপরদিকে মনিক বলেন, ‘বিগত ১০ বছর একনাগাড়ে ইউপি সদস্য থেকে এলাকায় কোনো দৃশ্যমান উন্নয়ন সে করেনি। উপরন্তু সে ব্যাপক সালিস বাণিজ্য, ভিজিপি, ভিজিডি কার্ড, প্রতিবন্ধী কার্ড, বিধবা ভাতা কার্ড, প্রসূতি-মাতৃদুগ্ধ ভাতা, ওয়ারিশ সনদ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনসহ সব ক্ষেত্রে ব্যাপক অনিয়ম করে অর্থকড়ি আদায় করেছে। তার ওপর ওয়ার্ডের জনসাধারণ ক্ষুব্ধ। তাই জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার লক্ষ্যে জনগণই আমাকে প্রার্থী করিয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ