সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি বক্তব্য। এতে দেখা যায়, দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার।
বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কিছুক্ষণ আগেই বিদ্যুৎ চলে গিয়েছিল, টেলিফোনে করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে এসেছে। কার কথায় এই বিদ্যুৎ এসেছে? দলের কথায় বিদ্যুৎ এসেছে। আওয়ামী লীগের দলের কথায় এই বিদ্যুৎ এসেছে। আমার দলের অনুষ্ঠান চলছে তাই বিদ্যুৎ দিয়েছে।’
ইতিমধ্যেই এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর এমন আগ্রাসি বক্তব্যে পোস্টে নেটিজেন হুমড়ি খেয়ে মন্তব্য করছেন। তাঁর বক্তব্যের একটি ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে দেখা গেছে একজন লিখেছেন, ‘বিদ্যুৎ অফিসে যে কেউ ফোন দিলে বিদ্যুৎ চলে আসে, এতে ক্ষমতার কী আছে!’
এ বিষয়ে ফজলুল হকের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি ধরেননি।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী মোবাইল ফোনে বলেন, ‘আমরা যারা দলের নেতা-কর্মী আছি, তাদের বক্তব্যের সময় অবশ্যই খেয়াল রাখা উচিত যে এমন বক্তব্য দেওয়া যাবে না—যার কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়।’