হোম > ছাপা সংস্করণ

ঝিনাইগাতী বিএনপির আহ্বায়ক কমিটি

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মো. আব্দুছ ছালামকে আহ্বায়ক ও ৯ জনকে যুগ্ম আহ্বায়ক করে এ কমিটি ঘোষণা করা হয়।

জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক মো. হজরত আলী ঝিনাইগাতী উপজেলা বিএনপির কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।

আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কেরা হলেন মো. রেজাউর রহমান, মো. শাহজাহান আকন্দ, মো. আব্দুল মান্নান, মো. লুৎফর রহমান, মো. আব্দুর রশিদ, মো. ছাইদুল হক, মো. খলিলুর রহমান, মো. আব্দুল মান্নান হীরা ও মো. আতাউর রহমান।

আহ্বায়ক কমিটিতে ২১ জনকে সদস্য করা হয়েছে। সদস্যরা হলেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, মো. আ. হান্নান, অধ্যাপক আব্দুল মমিন, মো. মোতাহার হোসেন বিল্লাল, মোফাজ্জল হক, মো. মোকাম্মেল হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. রুকুনুজ্জামান, মো. গোলাপ হোসেন, মো. ইদ্রিস আলী হিরু, মো. নজরুল ইসলাম, মো. মমতাজ আলী, মো. মোশারফ হোসেন, মো. আবু রায়হান, মোছা. জইবুবেন্নচ্ছা কোহিনুর, মো. মুসা অলম, মো. মাসুম বিল্লাহ, মো. মেহেদী হাসান মামুন, মো. আনোয়ার হোসেন, মো. সুলতান মাহমুদ, মো. নুরুজ্জামান।

এ ব্যাপারে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মো. মাহমুদুল হক রুবেল বলেন, চুলচেরা বিশ্লেষণ করে প্রবীণ এবং তরুণদের নিয়ে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। আশা করি এই নেতৃত্ব ভালো কিছু করবে। উপজেলা বিএনপির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ