হোম > ছাপা সংস্করণ

বাজিতপুরে স্বামী-স্ত্রীর ভোটের লড়াই

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুরে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামীকাল রোববার। এই নির্বাচনে উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান হিসেবে আব্দুল হালিম ফকির ঘোড়া প্রতীক নিয়ে ও তাঁর স্ত্রী সেলিনা বেগম মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছে।

সরেজমিনে দেখা যায়, আব্দুল হালিম ফকিরের ভোট যুদ্ধে আগ্রহ থাকলেও শেলী বেগমের কোথাও কোনো পোস্টার লিফলেট, এমনকি প্রচার কিছুই চোখে পড়েনি।

রাজৈর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাজিতপুর ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে ৪, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১২ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করবে। বাজিতপুর ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রে ৮ হাজার ৪৩৬ জন পুরুষ ও ৭ হাজার ৬৮১ জন নারী ভোট দেবেন।

স্থানীয় সূত্রগুলো থেকে জানা যায়, আব্দুল হালিম ফকির নির্বাচনের দিন বিভিন্ন অতিরিক্ত সুযোগ-সুবিধা নেওয়ার জন্যই তাঁর স্ত্রীকে প্রার্থী হিসেবে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া নির্বাচনকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী এক স্বতন্ত্রী প্রার্থীর। বাজিতপুর ইউনিয়নের শেলী বেগম নামের একজন মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন তা অনেক ভোটারদের জানা নেই।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী হালিম ফকির বলেন, ‘আসলে একটা কারণে তার টাকা জমা দেওয়া হয়েছিল। এখন আমি একা নির্বাচন করি।’

মাদারীপুর জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘আমাদের বাজিতপুরে ৪ জন প্রার্থী রয়েছেন। তবে এর মধ্যে যদি কেউ নির্বাচন না করে সেটা তাঁর ব্যক্তিগত বিষয়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ