বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাবনা, নওগাঁ ও নাটোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার সকাল থেকে বিএনপি এ কর্মসূচি পালন করে।
আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো খবর:
পাবনা: জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ও সাবেক কমিটির উদ্যোগে আলাদাভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার সকালে জেলা বিএনপির গোপালপুর লাহিড়ীপাড়ার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশার সভাপতিত্বে ও সদস্যসচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, শহরের শিল্প আঙিনার হলরুমে জেলা বিএনপির সাবেক কমিটির উদ্যোগে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ খান মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন এ কে এম মুসা, নুর মোহাম্মদ মাসুম বগা প্রমুখ।
নওগাঁ: ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর দুপুরে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফেরদৌস খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাটোর: লালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গতকাল রোববার এ উপলক্ষে সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বাসভবন গৌরীপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করে।