হোম > ছাপা সংস্করণ

করোনায় ২৫ কোটি হৃদ্‌রোগী উচ্চ ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিশ্বজুড়ে প্রতিবছর ১ কোটি ৮৬ লাখের বেশি মানুষ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যায়। বিশ্বে প্রায় ২৫ কোটি হৃদ্‌রোগ রয়েছে। যারা এখন কোভিড-১৯ এর কারণে উচ্চ ঝুঁকিতে রয়েছে। এসব রোগী করোনা আক্রান্ত হলে তাদের জটিলতা বৃদ্ধিও আশঙ্কা রয়েছে অনেক বেশি। বর্তমান সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাসও পরিবর্তন করতে হবে। লাইফ স্টাইলেও আনতে হবে পরিবর্তন। স্বাস্থ্যবিধি ও খাদ্যবিধি মেনে চললে হৃদ্‌রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।

গতকাল সকাল ১১টায় বিশ্ব হার্ট দিবস, ২১ উপলক্ষে ‘হার্ট অ্যান্ড ভাসকুলার সেন্টার চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

হার্ট অ্যান্ড ভাসকুলার সেন্টারের চিফ কো–অর্ডিনেটর ডা. ইরফান চৌধুরীর সঞ্চালনায় হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. কে. এম ফজলুল হক বলেন, বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় চট্টগ্রামে হৃদরোগীর সংখ্যা বেশি। এক সময় চট্টগ্রামের হৃদরোগীরা চিকিৎসার জন্য ঢাকাসহ, দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হতো। চট্টগ্রামের রোগী যেন এখানেই স্বল্প খরচে বিশ্বমানের সেবা পায় তাই একমাত্র আমরাই সর্বপ্রথম হার্টের পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালু করেছি।

সংবাদ সম্মেলনে হাসপাতালের চিফ কার্ডিওলজিস্ট ডা. আবদুল মোত্তালিব বলেন, আমরা ঢাকা জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ছিলাম। ঢাকা থেকে হাসপাতাল কর্তৃপক্ষ চট্টগ্রামের রোগীদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার জন্য আমাদের নিয়ে এসেছেন। আমরা ২৪ ঘণ্টা রোগীদের যে কোনো ধরনের সেবা নিশ্চিত করে আসছি। চট্টগ্রামে নিয়মিতই এখানে হার্টের এনজিওগ্রাম, এনজিওপ্লাষ্টি, প্রাইমারি এনজিওপ্লাষ্টি, পিটিএমসি, পিপিএম ও আইসিডি ইমপ্লেনটেশন করছি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ