কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা ও ইউনিয়ন ভূমি অফিসে ১৪ দিন পর গতকাল বুধবার থেকে ফের খাজনা আদায় শুরু হয়েছে। সরকারি রাজস্ব আদায়ের রসিদ (দাখিলা বই) না থাকায় এত দিন খাজনা আদায় করা যাচ্ছিল না।
হারাগাছ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মতিয়ার রহমান গতকাল বলেন, মঙ্গলবার বিকেলে উপজেলা ভূমি অফিস থেকে খাজনা আদায়েরদাখিলা বই সরবরাহ করা হয়। পরে বুধবার সকাল থেকে খাজনা আদায় কার্যক্রম শুরু হয়।
মতিয়ার রহমান জানান, বইয়ের অভাবে গত ১ থেকে ১৪ সেপ্টেম্বর খাজনা আদায় কার্যক্রম বন্ধ ছিল।
কথা হয় হারাগাছ পৌরসভার ঠাকুরদাস গ্রামের কৃষক মোখলেছুর রহমানের সঙ্গে। তিনি মঙ্গলবার সকাল ১০টার দিকে ভূমি অফিসে খাজনা দিতে গিয়েছিলেন। কিন্তু তখন খাজনা আদায়ের রসিদ বই না থাকায় থাকে ফিরে আসতে হয়। এতে করে সময় ও অন্য কাজের যে ক্ষতি হয় তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
হারাগাছ ইউনিয়নের ধুমগড়া গ্রামের কৃষক আকবর আলী বলেন, গত ৫ সেপ্টেম্বর তাঁর জমি বিক্রি করার কথা ছিল। কিন্তু খাজনা দিতে না পারায় তা আর হয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, গত মঙ্গলবার জেলা অফিস থেকেখাজনা আদায়ের দাখিলা বই উপজেলায় আসে। পরে বিকেলে বইগুলো ইউনিয়ন ভূমি অফিসগুলোতে পাঠানো হয়।