হোম > ছাপা সংস্করণ

আরও একবার হাসিন দিলরুবা

তাপসী পান্নু ও বিক্রান্ত ম্যাসি—বলিউডে গত বছর দুজনের নাম বারবার উচ্চারিত হয়েছে। শাহরুখ খানের সঙ্গে ‘ডানকি’ সিনেমায় তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে দর্শকদের। রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমাটি তাপসীর ক্যারিয়ারে যুক্ত করেছে ভিন্ন মাত্রা। আর বিক্রান্ত ম্যাসি তো এখনো দর্শকদের আলোচনার কেন্দ্রে। তার কারণ ‘টুয়েলভথ ফেল’। বিধু বিনোদ চোপড়া পরিচালিত এ সিনেমায় এ সংগ্রামী যুবকের চরিত্রে অভিনয় করে দর্শকদের আবেগে ভাসিয়েছেন বিক্রান্ত। কয়েক বছর আগে তাপসী ও বিক্রান্ত একসঙ্গে অভিনয় করেছিলেন ‘হাসিন দিলরুবা’ সিনেমায়। ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি প্রশংসিত হয়েছিল।

তৈরি হচ্ছে হাসিন দিলরুবার সিক্যুয়েল ‘ফির আয়ি হাসিন দিলরুবা’। এরই মধ্যে শুটিং শেষ। বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপসী পান্নু বলেন, ‘এরই মধ্যে আমরা শুটিং শেষ করেছি। সিনেমাটি এখন সম্পাদনার টেবিলে আছে। শিগগিরই নেটফ্লিক্স ফির আয়ি হাসিন দিলরুবার মুক্তির তারিখ ঘোষণা করবে।’ এতে বিক্রান্ত ও তাপসী ছাড়াও অভিনয়ে আছেন সানি কৌশল, জিমি শেরগিল প্রমুখ। প্রথম পর্বটি ভিনিল ম্যাথুউ পরিচালনা করলেও দ্বিতীয় পর্বে এ আসনে বসেছেন জয় প্রসাদ দেশাই।

এ সিনেমায় রানি সাক্সেনা নামের এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন তাপসী। বিক্রান্ত অভিনীত চরিত্রের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর দেখা দেয় নানা জটিলতা। আরেক জনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তাপসী অভিনীত চরিত্র। ঘটনার একপর্যায়ে খুনের দায়ে অভিযুক্ত হয় সে। নতুন বছরে এ সিনেমা দিয়ে আরও একবার দর্শকদের মাতাবেন তাপসী। ফির আয়ি হাসিন দিলরুবা ছাড়াও এ বছর মুক্তি পাবে তাপসীর কমেডি সিনেমা ‘ও লাড়কি হ্যায় কাহা’।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ