টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানো অস্ট্রেলিয়া এবার ৭ উইকেটে হারাল সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে।
টস হেরে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ১৫৫ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাবে ১৮ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
জবাব দিতে নেমে অস্ট্রেলিয়াকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। দলীয় ৭০ রানে ভাঙে এই জুটি। ২৩ বলে ৩৭ রান করেন ফিঞ্চ। তবে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন এই ম্যাচ দিয়ে ছন্দে ফেরা ওয়ার্নার। এই বাঁহাতি ওপেনার আউট হন ৬৫ রান করে। তবে স্মিথ (২৮) ও স্টোয়িনিস (১৬) অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে কুশল পেরেরা (৩৫) ও আসালেঙ্কার (৩৫) ব্যাটে ১৫৪ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা।