পঞ্চম ধাপে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা এখন ভোটের প্রচারে কৌশল নির্ধারণে ব্যস্ত। প্রতীক বরাদ্দ না হলেও চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা বসে নেই। তাঁরা নিজ নিজ এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্র জানায়, ইতিমধ্যে চলতি মাসের ১২ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। আগামীকাল রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ ডিসেম্বর।
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট সামনে রেখে অনেক প্রার্থী তাঁদের আচার-আচরণ বদলে ফেলেছেন। তেমনি নির্বাচনের আগে ভোটাররাও নড়েচড়ে বসেছেন। তাঁরা ভোটের নানা হিসাব-নিকাশ করছেন।
নাম প্রকাশের অনিচ্ছুক গজারিয়া ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান প্রার্থী বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন একটা বড় ধরনের উৎসব। এ নির্বাচনে ভোটারদের কদর একটু বেশি হয়। তাই তাঁদের মন জোগাতে চাহিদা অনুযায়ী আপ্যায়ন করাতে হয়।’