হোম > ছাপা সংস্করণ

আখ খেতেই তৈরি হচ্ছে গুড়

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামের কৃষক আজিজুর রহমান ২৫ বছর ধরে আখ চাষ করছেন। আখ চাষের পাশাপাশি খেতের পাশেই করেন গুড় তৈরির কাজ। সেখান থেকেই পাইকারি ক্রেতারা গুড় কিনে নিয়ে যান। উৎপাদন খরচ বাদ দিয়ে আখ চাষে করে দ্বিগুণ লাভবান হওয়ায় আজিজুর রহমানের মতো ওই এলাকার অনেক কৃষকই ঝুঁকেছেন আখ চাষে।

গতকাল উপজেলার ভান্ডারখোলা গ্রামের বেলে মাঠে গিয়ে দেখা যায়, কৃষক আজিজুর রহমান ও তাঁর ছেলে হাফিজুর রহমান খেতের মধ্যেই চুলা তৈরি করে আখের শুকনো ছোবড়া দিয়ে টিনের বড় পাত্রে (তাপাল) রস জ্বাল দিয়ে গুড় তৈরি করছেন। এ সময় কৃষক আজিজুর রহমানের সঙ্গে কথা হলে জানান, এবার ২০ শতক জমিতে আখ চাষ করেছেন। আখ কাটার পর খেতেই মাড়াই করার মেশিন ভাড়া করে এনে রস বের করা হয়।

কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘উপজেলার ভান্ডারখোলা গ্রামের বেলে মাঠে প্রায় ২ হেক্টর জমিতে কৃষকেরা গুড় তৈরির জন্য আখ লাগিয়েছেন। কৃষি অফিস থেকে আখচাষিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ