পরশুরামে জোর করে ২০টি পরিবারের চলাচলের শত বছর ধরে চলা রাস্তা বন্ধ করে দিয়েছেন মো. দাউদ (৩০) নামের এক ব্যক্তি। ঘটনাটি উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম মির্জানগর ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দাউদ পশ্চিম মির্জানগর গ্রামের লাতু মিয়ার ছেলে। অভিযুক্ত দাউদ স্থানীয় ইউপি সদস্য আবুল হাশেমের নাম ভাঙিয়ে প্রভাব খাটিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গ্রামবাসী জানান, ২০টি পরিবারের সদস্যরা ওই রাস্তা দিয়ে ঈদগাহ ও কবরস্থানে শত বছর ধরে যাতায়াত করছেন। গত পরশু হঠাৎ দাউদ রাস্তার মাঝখানে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন। এর পর থেকে ওই পরিবারের সদস্যদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসী জানান, মহি উদ্দিন ভূঁইয়া, হাফেজ আহাম্মদ ভূঁইয়া, তাহের আহাম্মদ, জিয়া উদ্দিন ভূঁইয়া, বাবুল মিয়া, মজনু মিয়া, নুর আহাম্মদ, বেলাল ভূঁইয়া, দুলাল, হালিম, ডালিমসহ ২০টি পরিবার ও তাদের পূর্ব পুরুষেরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করত। কিন্তু দাউদ স্থানীয় মেম্বার আবুল হাশেমের সঙ্গে আঁতাত করে জোরপূর্বক রাস্তা বন্ধ করে দিয়েছেন।
মির্জানগর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হাশেম জানান, এর আগে দুই পক্ষের সার্ভেয়ার দিয়ে মাপঝোঁক দিয়ে ঠিক করে দেওয়া হয়েছে। কিন্তু এক পক্ষ মানলেও অন্য পক্ষ মানছে না। রাস্তার ওপর বেড়া দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। চেয়ারম্যানের সঙ্গে কথা বলে দ্রুত তাদের সমস্যার সমাধান করা হবে।
মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো নুরুজ্জামান ভুট্টো বলেন, বিষয়টি তিনি শুনেছেন। কেউ বেআইনিভাবে চলাচলের রাস্তা বন্ধ করতে পারেন না। ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের কথা শুনে সমস্যার সমাধান করে দেওয়া হবে বলে। রাস্তা বন্ধ করে রাখা ঠিক নয়। যেই এ কাজটি করুক। ঠিক করেনি।