জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশের জনসাধারণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন। তাঁর নেতৃত্বে বিশ্বের বুকে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। সেই স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির পথপ্রদর্শক। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন এগিয়ে যাচ্ছি।
গতকাল বুধবার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মুক্তিযোদ্ধা সমাবেশ ও অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আমাদের সৌভাগ্য শেখ হাসিনার মতো একজন রাষ্ট্রনায়ককে আমরা পেয়েছি। তাঁর হাত ধরেই পৃথিবীর বুকে এ দেশকে আমরা অদম্য বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করব।
জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সমাবেশ আরও বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (সেবা), জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভোলা মাস্টার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। যুদ্ধকালীন স্মৃতি বর্ণনা করেন সাবসেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ। সমাবেশে জেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।