বহুতল ভবনে রঙের কাজ করতে গিয়ে দুলাল মিয়া (৪০) নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন।
গতকাল শনিবার শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার খাজা কমপ্লেক্সের একটি ভবনে এ ঘটনা ঘটে। দুলাল শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ির গিয়াসউদ্দিনের ছেলে।
শ্রীপুর থানার এসআই মো. রিপন খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের ঝলসে যাওয়া লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে এ ঘটনায় মামলা নেওয়া হবে।