হোম > ছাপা সংস্করণ

সীমান্ত

সম্পাদকীয়

১৯৭১ সালের মার্চ মাসের শেষভাগে পাকিস্তানি বাহিনী শুরু করল জেনোসাইড। কবরী তখন ঢাকায়। কিছুদিন থাকলেন অভিনেতা জলিলদের বাড়িতে। টেলিভিশনের জনপ্রিয় ‘ত্রিরত্ন’ নাটকে তিন রত্নের এক রত্ন ছিলেন জলিল। অন্য দুজন খান জয়নুল ও আশীষ কুমার লোহ। জলিলের মাকে কবরী ‘মা’ বলে ডাকতেন। সেই সুবাদে জলিল তাঁর ভাই। কিছুদিন সে বাড়িতে থাকার পর জলিল একদিন কবরীকে বললেন, ‘কবে আবার শান্তি ফিরে আসবে, কবে আবার কাজ করব, কে জানে। তুই বরং কদিন তোর মায়ের বাড়িতে থেকে আয়।’

কবরী তখন জনপ্রিয় নায়িকা। ঢাকার বাড়ির সবকিছু ফেলে তিনি চললেন চট্টগ্রামে। মায়ের কাছে। কিন্তু সেটা কবরীর জন্য নিরাপদ ছিল না। এক বাড়ি থেকে আরেক বাড়িতে গিয়ে থাকতে হচ্ছিল। এরপর একসময় চলে যান গাঁয়ের বাড়ি।

মাঝে মাঝে যখন রাজাকাররা বলত, পাকিস্তানি বাহিনী এই এলাকায় চলে এসেছে, তখন দল বেঁধে সবাই পাহাড়ে গিয়ে আশ্রয় নিত। রাজাকাররা আসলে মিথ্যে বলত। লুটপাট করার জন্য।

কবরীর সেখানে থাকাটা নিরাপদ বলে মনে হলো না কারও। তাই তাঁকে সীমান্ত পার হয়ে যেতে হবে। এপ্রিল মাসের ১৯ তারিখে দালালদের হাতে কিছু টাকা দিয়ে তাঁরা হেঁটেই রওনা হলেন সীমান্তের দিকে। একদল উদ্বাস্তু মানুষের সঙ্গে চললেন তাঁরা। স্বামী, দুই ছেলে আর কবরী। খুব কষ্ট হলো। একসময় এক জায়গায় দেখলেন হাঁড়িতে ভাত ফুটছে। সবাই হামলে পড়লেন। খেলেন ভাত-ডাল আর ডিম, মনে হলো অমৃত!

বিশ্রাম নেওয়ার সময় এক বাঙালি ক্যাপ্টেন তাঁকে চিনতে পারলেন। তিনি গোপনে বললেন, ‘এত মানুষকে তো নিয়ে যেতে পারব না, আপনারা আমাদের জিপে উঠে বসেন। সীমান্তে পৌঁছে দেব।’

সেভাবেই কবরী চেপে বসলেন গাড়িতে। গাড়ি স্টার্ট নিলে অন্যরাও দৌড়ে এল। তারাও বলতে থাকল, ‘আমাদের নিয়ে যান।’

কবরীর খুব কান্না পেল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ‘আমি কী করে আপনাদের নেব? আমার তো সাধ্য নাই!’

সূত্র: কবরী, স্মৃতিটুকু থাক, পৃষ্ঠা ৫১-৬৪

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ