দীর্ঘদিন ধরে অভিবাসী প্রবেশের পথ বন্ধ রেখেছিল জাপান। তবে তীব্র শ্রমিক সংকটের মুখে সেই নীতিতে বড় পরিবর্তন আনার কথা জানিয়ে গতকাল দেশটির বিচার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ২০২২ অর্থবছরের শুরুর দিকে নির্দিষ্ট কিছু চাকরিতে নিযুক্ত বিদেশি বা ‘ব্লু কলার’ কর্মীরা জাপানে অনির্দিষ্টকালের জন্য থাকার অনুমতি পাবেন।
২০১৯ সালে কার্যকর হওয়া একটি আইনে অধীনে কৃষি, নার্সিং কেয়ার এবং স্যানিটেশনের মতো ১৪টি খাতের ‘নির্দিষ্ট দক্ষ কর্মীদের’ একটি ক্যাটাগরিতে ভিসা দেয় জাপান। তবে নির্মাণ ও জাহাজ নির্মাণ খাত ছাড়া অন্য সব খাতের শ্রমিকদের জন্য পরিবারের সদস্যদের ছাড়া পাঁচ বছর থাকার অনুমতি দেয় দেশটি। তবে নীতি পরিবর্তন করে সব খাতের শ্রমিকদের জন্য এসব বিধিনিষেধ শিথিলের চিন্তা করছে জাপান সরকার।