হোম > ছাপা সংস্করণ

প্রধান শিক্ষক নেই একটিতেও

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরে সব মিলিয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সাতটি। এসব বিদ্যালয়ের একটিতেও নেই প্রধান শিক্ষক। আর পাঁচটিতে নেই সহকারী প্রধান শিক্ষক।

বর্তমানে পাঠদান চলছে সিনিয়র শিক্ষক দিয়ে। তাঁরাই এসব স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এদিকে সহকারী প্রধান শিক্ষক নয়জনের স্থলে আছেন মাত্র তিনজন। বাকি ছয়জন নেই দীর্ঘদিন ধরে। এ অবস্থায় ব্যাহত হচ্ছে পাঠদান।

জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব সরকারি জেবি পাইলট উচ্চবিদ্যালয়সহ সাতটি সরকারি হাইস্কুল রয়েছে জেলায়। এর মধ্যে চারটি জেলা সদরে, একটি হাইমচরে ও একটি কচুয়া উপজেলায়। এসব স্কুলে প্রধান শিক্ষক ছাড়াও দীর্ঘদিন ধরে ৫০ সহকারী শিক্ষকের পদ শূন্য পড়ে আছে। বছরের পর বছর চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।

বর্তমানে দেশে করোনা সংক্রমণের হার কমে এসেছে। এ অবস্থায় পাঠদান শুরুর পর আবারও প্রাণ ফিরেছে শিক্ষাপ্রতিষ্ঠানে। কিন্তু জেলার শিক্ষকসংকট তীব্র মাত্রার। সহকারী শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে এসব সরকারি স্কুলের শ্রেণিকক্ষে সুষ্ঠু পাঠদান।

এদিকে শিক্ষক সংকটে এসব স্কুলের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। করোনায় যা ক্ষতি হয়েছে, তা পূরণ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষকসংকট দূর করা একান্ত জরুরি। এমনটাই জানালেন বেশ কয়েকজন শিক্ষক ও সচেতন অভিভাবক।

সরেজমিন দেখা গেছে, মতলব সরকারি জেবি পাইলট উচ্চবিদ্যালয় অনেক সহকারী শিক্ষকই নেই। এখানে পাবলিক পরীক্ষায় পাসের হার বরাবরই সন্তোষজনক। অবকাঠামোগত স্বল্পতা থাকা সত্ত্বেও এখানে শিক্ষার্থীদের ফলাফল অনেক ভালো। কিন্তু বর্তমানে শিক্ষকসংকটে পিছিয়ে পড়তে হচ্ছে।

এসব বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. গিয়াস উদ্দীন পাটোয়ারি জানান, জেলায় সাতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের একটিতেও নেই প্রধান শিক্ষক।

পাঁচটিতে নেই সহকারী প্রধান শিক্ষক। চলছে সিনিয়র শিক্ষক দিয়ে। সিনিয়র শিক্ষকেরাই এসব স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সহকারী প্রধান শিক্ষক নয়জনের স্থলে আছেন তিনজন।

বাকি ছয়জন নেই দীর্ঘদিন যাবৎ। সহকারী শিক্ষকসংকট আছে অনেক। এসব স্কুলে ৫০ জন সহকারী শিক্ষক নেই দীর্ঘদিন ধরে। আশা প্রকাশ করে তিনি বলেন, এ সংকট ধীরে ধীরে দূর হয়ে যাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ