হোম > ছাপা সংস্করণ

দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, চেয়ার ভাঙচুর

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত জেলা বিএনপির সমাবেশে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সমাবেশ এ ঘটনা ঘটে।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের আগ থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি দাবিসহ বিভিন্ন স্লোগান দিয়ে সমাবেশে আসতে শুরু করেন। বেলা সাড়ে ৩টার দিকে সমাবেশ শুরু হওয়ার আগে সমাবেশস্থলে উপস্থিত বিবদমান দুই পক্ষের কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত কর্মীরা কয়েকটি চেয়ার ভাঙচুর করেন। সমাবেশ শুরু হওয়ার পর দ্বিতীয় দফায় হট্টগোল শুরু হলে সমাবেশ কিছু সময় বন্ধ থাকে। পরে সমঝোতার মাধ্যমে স্বাভাবিকভাবে সমাবেশ সমাপ্ত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। যেটা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা।’

সমাবেশে বক্তারা বলেন, ‘মানুষ এখন ভালো নেই। চাল, তেলসহ সব জিনিসের দাম লাগামহীন ভাবে বেড়ে গিয়েছে। মানুষ ভাতের জন্য হাহাকার করছে। আর আওয়ামী লীগের নেতা–কর্মীরা হাজার কোটি টাকার মালিক হয়েছেন।’ সমাবেশ থেকে সরকারের পদত্যাগ দাবি করেন বক্তারা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লি উন্নয়ন সম্পাদক গৌতম চক্রবর্তী, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সাবেক সাংসদ নাসিরুল হক সাবু, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুণ, অ্যাডভোকেট আসলাম মিয়া প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ