হোম > ছাপা সংস্করণ

শয়নকক্ষ থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে নিজেদের শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুণা এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন ওই এলাকার মনির হাওলাদারের ২২ বছরের ছেলে আসলাম হাওলাদার ও তাঁর ১৮ বছর বয়সী স্ত্রী তামান্না বেগম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এক বছর আগে বাড়ির পাশের হিরু হাওলাদারের মেয়ে তামান্নার সঙ্গে আসলামের প্রেমের সম্পর্কে বিয়ে হয়। আসলামের বাবা ঢাকায় রডের মিলে কাজ করে। আসলাম তাঁর মা ও স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকতেন। গত বৃহস্পতিবার আসলামের মা পারভীন আক্তার তাঁর বাবার বাড়ি বেড়াতে যান। শনিবার সকালে প্রতিবেশীরা আসলাম দম্পতির সাড়া শব্দ না পেয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের দোতলায় আসলাম ও তামান্নার ঝুলন্ত লাশ দেখে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

নিহত তামান্নার মা জেসমিন আক্তার বলেন, ‘এক বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে আসলামের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। এরপরে থেকে তাঁদের সঙ্গে আমাদের আর যোগাযোগ ছিল না।’

ঘটনাস্থলে আসা বেতাগী থানার উপপরিদর্শক মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘ঘটনাস্থলে এসে বাড়ির দোতলা থেকে তাঁদের ঝুলন্ত লাশ উদ্ধার করি। রহস্য উন্মোচনে সিআইডি টিম বিষয়টি তদন্ত করছেন।’

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-বেতাগী সার্কেল) মো. মেহেদী হাচান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ