হোম > ছাপা সংস্করণ

নির্বাচন-পরবর্তী হামলা শিশুসহ আহত ১০

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে নির্বাচন পরবর্তী নবনির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যানের সমর্থকের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ১০ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হামলার সময় তিনটি দোকান ভাঙচুর করা হয়।

ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার মোচনা ইউনিয়নে এ ঘটনা ঘটে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর মিয়া হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান লিটন জানান, তিনি গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থীর পক্ষে কাজ করেন। এতে স্বতন্ত্র প্রার্থী নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদ হোসেন মোল্লার সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা চালিয়ে আহত করেন।

এ ঘটনার সময় তাঁর অন্য সমর্থকদের ওপরও হামলা চালানো হয়। ইট দিয়ে আট বছরের এক শিশুর মাথা থেঁতলে দেয়। এ সময় আরও প্রায় আটজন আহত হন। হামলা চলাকালে মোচনা বাজারে তিনটি দোকান ঘর ভাঙচুর করা হয়। এই বিষয়ে মুকসুদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মারাত্মক আহত আট বছরের শিশুকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে নেওয়া হয়েছে। এ ছাড়া আহত শিশু আব্দুল্লাহ (৮), রাসেল (৩৫), কালু মোল্লা (৩২), মাসুদ (৪০), লিটন (৩২) ও বাদলকে (৪৫) মুকসুদপুর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর মিয়া জানান, হামলার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে অভিযান চালিয়ে বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এলাকার পরিস্থিতি এখন শান্ত। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ