কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৩ জন।
গতকাল বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়। সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় ৫৩৩ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ২ দশমিক ৮ শতাংশ। বিদেশগামী ৩৯১ জনের নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য এক লাখ ৭০ হাজার ৯৪৯ জনের নমুনা পাঠানো হয়েছে।