হোম > ছাপা সংস্করণ

রং মেলাও তো দেখি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অভ্র বড় ভাইয়ের সঙ্গে মিলেমিশেই থাকে। এমনকি যখন বাসায় শিক্ষক পড়াতে আসেন, তখনো সে ঠায় বসে থাকে। বেশ কতগুলো রঙের নাম শিখেছে সে।

বাংলা ও ইংরেজি দুটোতেই বলতে পারে রঙের নাম। তাই সে যখন ভারি উৎপাত করে, তখন রঙের খেলাতেই তাকে জব্দ করে মা, বাবা আর ভাই।

এই যে কিছুক্ষণ আগেই মা রান্না করতে পারছিলেন না অভ্রর দুষ্টুমির জন্য। তারপর বাবা এগিয়ে দিলেন ফলের ঝুড়িটা। টমেটো, শসা আর লেবুর ঝুড়িও এগিয়ে দিলেন। বললেন, ‘অভ্র, এখানে এসো। আচ্ছা সব সবুজ, লাল, কমলা রং আলাদা করে দেখাও তো। এই ঝুড়িতে সবুজ, এই ঝুড়িতে লাল আর ওই ঝুড়িটাতে কমলা রং রাখবে। তুমি যদি পাঁচ মিনিটের মধ্যে সব ঠিক করে রাখতে পারো, তাহলে তোমার জন্য একটা উপহার আছে।’

অভ্র প্রথমে লাল আপেলটা রাখল ঝুড়িতে। আর রাখল টমেটো, লাল ক্যাপসিকাম আর লাল আঙুর। এবার শসা, লেবু, সবুজ ক্যাপসিকাম, সবুজ আঙুর রাখল। এবার গাজর, কমলালেবু, মালটা রাখল সবশেষের ঝুড়িতে। অভ্র বড় করে হাততালি দিয়ে উঠল। বাবা একটা বড় চকলেট পকেট থেকে বের করে অভ্রর হাতে দিলেন।

তোমরাও কিন্তু খেলতে পারো এই রঙের খেলা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ