কমলগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
মনোনয়নপত্র প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থী হলেন-পতনঊষার ইউপির স্বতন্ত্র প্রার্থী মাহমুদুর রহমান, শমশেরনগর ইউপির স্বতন্ত্র প্রার্থী তানিয়া তারিন ও কমলগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী মৌরীন কিবরিয়া। এ ছাড়া পতনঊষার, আদমপুর ও মাধবপুর ইউপি থেকে সাধারণ সদস্য প্রার্থী ৮ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর আগে ১৮ ডিসেম্বর আপিলে এক ইউপি সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
আগামী ৫ জানুয়ারি উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন, সদস্য পদে ৩২৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬ জন বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করবেন।