নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আজকের পত্রিকার প্রতিনিধি রানা আকন্দের ওপর হামলার ঘটনায় করা মামলার দুই আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। গত মঙ্গলবার আসামিরা আদালতে আত্মসর্মপণ করে জামিন প্রার্থনা করলে নেত্রকোনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মতিউল ইসলাম আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর বোবাহালা মোড় ব্রিজের ওপর পথ অবরুদ্ধ করে হত্যার উদ্দেশ্যে বিএনপি নেতা রুবেল ভূঁইয়ার নেতৃত্বে জুয়েল আকন্দ, সোহেল ভূঁইয়া, কামরুল ভূঁইয়া ও জুয়েল ভূঁইয়াসহ অজ্ঞাত ৮-১০ জন সন্ত্রাসী হামলা চালায়। এ ছাড়া গাড়ি ভাঙচুর, হাতে থাকা ক্যামেরা ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। মানিব্যাগে ৭ হাজার ৩০০ টাকা, ভোটার আইডি, এটিএম কার্ডসহ প্রয়োজনীয় কাগজ ছিল।
জামিন নামঞ্জুর আসামিরা হলেন-নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাই পুকুরিয়া গ্রামের জুয়েল আকন্দ ও মই পুকুরিয়া গ্রামের সোহেল ভূঁইয়া।
সাংবাদিক রানা আকন্দ জানান, দুজন আসামির জামিন নামঞ্জুর করায় আদালতের ওপর সন্তুষ্টি প্রকাশ করছি। কিন্তু আসামিদের হাজতখানায় নিয়ে যাওয়ার পথে তারা জেল থেকে জামিনে মুক্ত বের হয়ে আমাকে গুম ও খুন করার হুমকি দিয়েছে। উক্ত হুমকির বিষয়ে থানায় জিডি করেছি।