অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে যোগদান করেছেন আদনান আখতার।
গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আদনান আখতাকে ফুল দিয়ে বরণ করেন নেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, আবাসিক চিকিৎসক, কর্মকর্তা, সেবিকা ও কর্মচারীরা।
এ সময় আদনান বলেন, ‘হাওরের মানুষের উন্নত চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমার উপর যে অর্পিত হয়েছে, তা পালনে আমি সবার সহযোগিতা চাই।’