হোম > ছাপা সংস্করণ

ভুয়া র‍্যাব কর্মকর্তা ও চিকিৎসক গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক অভিযান চালিয়ে এক ভুয়া র‍্যাব কর্মকর্তা ও ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের দোয়াজী পাড়া এলাকার ওলি মিজি বাড়ির মোহাম্মদ রাশেদ (৪০) ও ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর এলাকার মোহাম্মদ লোকমান (৫৫)।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক আজকের পত্রিকাকে জানান, গত ১৭ নভেম্বর দুপুরে র‍্যাব পরিচয়ে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের হিঙ্গুরী পাড়া এলাকার রফিকের বাড়িতে হানা দেন রাশেদ। এ সময় তাঁর ঘরে ঢুকে মোবাইল ফোন ছিনিয়ে নেন। পাশাপাশি রফিকের নামে র‍্যাব-৭ কার্যালয়ে মামলা রয়েছে বলে জানান। রফিককে ক্রসফায়ারে দেওয়া হবে বলে ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে তাঁকে ১০ হাজার টাকা দেওয়া হয়। এ ঘটনার পরদিন রফিক চট্টগ্রাম র‍্যাব-৭-এর কার্যালয়ে গিয়ে মামলার বিষয়ে খোঁজ নেন। এ সময় তাঁর নামে কোনো মামলা নেই বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়। পাশাপাশি প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয়। মামলার পর প্রতারককে গ্রেপ্তারে অভিযান চালায় র‍্যাব। গতকাল দুপুরে সীতাকুণ্ড উপজেলা গেট এলাকায় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে র‍্যাবের একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।

পরিদর্শক (তদন্ত) সুমন বনিক আরও বলেন, গতকাল দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ভাটিয়ারী বাজারের ওয়েল কাম ড্রাগ ফার্মেসিতে অভিযান চালায় র‍্যাব। এ সময় চিকিৎসক সেজে প্রতারণা করা ও চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে না পারায় ভুয়া চিকিৎসক মো. লোকমানকে গ্রেপ্তার করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ