পটুয়াখালীর দশমিনায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মোসা. রিজিয়া বেগম নামে এক স্বামী বিচ্ছিন্ন নারীর শেষ সম্বল। গত সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আব্বাচ মৃধা নামে স্থানীয় এক ব্যক্তি জানান, ছেলে ফয়সালের স্ত্রীর সন্তানপ্রসব উপলক্ষে গত বৃহস্পতিবার তিনি ঢাকায় যান। এর মধ্যে আগুন লেগে তাঁর ঘরটি পুড়ে যায়। আগুনে পুড়ে ওই নারীর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তাঁদের ধারণা।
দশমিনা উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রশিদ বলেন, ‘ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানান তিনি।