এক দিনে দুই উৎসব উদ্যাপনের আয়োজন চলছে কাতারে। বিশ্বকাপ ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল আর আর্জেন্টিনা আজ মাঠে নামছে। জিতলে দুই দলের দেখা হবে সেমিফাইনালে। কাতারে বিদেশি ও প্রবাসী বাংলাদেশি দর্শক-সমর্থকেরা এখন নিজ নিজ দলের জয় উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছেন।
কাতারে চলমান ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ ফুটবলের দুই রাউন্ড এরই মধ্যে শেষ হয়েছে। পরাজিত দলগুলোর অনেকেই এরই মধ্যে কাতার ছেড়ে গেছে। টানা খেলা শেষে কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দলের খেলোয়াড়-কর্মকর্তারা লম্বা ক্লান্তি শেষে দুই দিনের বিরতি পেলেন। কাতারে খেলার বিরতি চললেও দেশটিতে অবস্থানকারী বিদেশি পর্যটক, দর্শক-সমর্থক আর প্রবাসী বাংলাদেশিদের খেলা নিয়ে আগ্রহ, কৌতূহলের কমতি ছিল না। শপিং মল, রেস্টুরেন্টসহ সর্বত্র একজন আরেকজনের সঙ্গে দেখা হলেই উঠছে দুই দলের খেলার কথা। কে জিতবে, কারা সেমিফাইনাল খেলবে, কারাই বা ফাইনালে যাবে। তবে ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে যেকোনো একটি দল যে ফাইনালে মুখোমুখি হবে না, এটা এখন সবার কাছে পরিষ্কার।
ব্রাজিলের সমর্থক প্রবাসী আজাদ, মইন, ইফতেখার, সাইফুল হাসানসহ আরও কয়েকজন বলেন, তাঁদের বিচারে আজকের ম্যাচে ব্রাজিলই ফেবারিট। পুরো দলটি ভারসাম্যপূর্ণ। এত ভালো ভালো খেলোয়াড় দিয়ে দলটি সাজানো হয়েছে, তাঁরা প্রত্যেকেই গোল করতে পারেন। এবার ভিনিয়াস জুনিয়র থেকে রিচার্লিসন, রাফিনাহ—সবাই দুর্দান্ত খেলছেন। সুতরাং তাঁদের হিসাবে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় না পাওয়ার কোনো কারণ নেই।
আর্জেন্টিনার সমর্থকেরাও সমান আশাবাদী। রফিক, সৈকত, মাহিন, এনামুল, জহিরসহ আরও কয়েকজন আর্জেন্টিনার জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিচ্ছেন। তাঁরা বলেন, মেসির অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলের অন্য খেলোয়াড়েরাও এবার দলটিকে জেতাতে সমান পারদর্শী। তাঁরা শুধু এই খেলায় নয়; বরং ফাইনাল খেলে শিরোপা নিয়ে ঘরে ফিরবেন।
শুক্রবার কাতারে সবার ছুটি। ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকেরা তাই দল বেঁধে খেলা দেখবেন। যাঁদের টিকিট আছে তাঁরা স্টেডিয়ামে দেখবেন, যাঁদের টিকিট নেই তাঁরা ফেস্টিভ্যাল সিটি, মল অব কাতারসহ যেখানে যেখানে বড় পর্দা বসানো হয়েছে, সেখানে খেলা দেখবেন। এবং তা অবশ্যই প্রিয় দলের জার্সি পরে।
কাতারে এখন আজকের খেলা ঘিরে ব্যাপক উচ্ছ্বাস আর আনন্দ আয়োজন। ক্রোয়েশিয়া আর নেদারল্যান্ডসের জয়ের ব্যপারে কিছু কিছু সমর্থক আশাবাদী হলেও তাঁরা সংখ্যায় কম। তবে রাস্তাঘাট, শপিং মলে ক্রোয়েশিয়া ও নেদারল্যান্ডসের অনেক সমর্থকের দেখা মেলে। তাঁরা নিজ নিজ দেশের পতাকা আর জার্সি পরে ঘুরে বেড়াচ্ছেন। হয়তো বুঝতেই পারছেন, আজই তাঁদের প্রিয় দলের বিশ্বকাপে শেষ দিন হতে পারে।