নোয়াখালীর কোম্পানীগঞ্জে গত সোমবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের তিন ভাগনের মধ্যে দুজন চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। তাঁরা হলেন রামপুর ইউপিতে সিরাজিস সালেকিন রিমন এবং চরফকিরায় জায়দল হক কচি।
রামপুর ইউপিতে মেয়র কাদের মির্জা সমর্থিত হেভিওয়েট প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন মন্ত্রীর ভাগনে সিরাজিস সালেকিন রিমন।
অপরদিকে ৫ নম্বর চরফকিরা ইউপিতে জায়দল হক কচি আনারস প্রতীক নিয়ে কাদের মির্জা সমর্থিত আরেক প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন লিটনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।
তবে মন্ত্রীর আরেক ভাগনে মাহবুবুর রশীদ মঞ্জু ২ নম্বর চরপার্বতী ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা কাজী মোহাম্মদ হানিফ আনসারীর কাছে পরাজিত হন।