কুড়িগ্রামের রৌমারীতে ১ হাজার ৪০০টি ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে উপজেলার সায়দাবাদ এলাকায় রৌমারী-ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবক হলেন রোকন মিয়া। তাঁর বাড়ি রৌমারী সদর ইউনিয়নের চরবামনের চর গ্রামে।
এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার রাতে রৌমারী থেকে ঢাকাগামী নিউ এস আলম নামের একটি বাস তল্লাশি চালায় পুলিশের একটি দল।
এ সময় ওই বাসের যাত্রী রোকন মিয়ার সঙ্গে থাকা ১ হাজার ৪০০টি ইয়াবা বড়িসহ তাঁকে আটক করা হয়। রোকন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।