হোম > ছাপা সংস্করণ

১০ ইউপিতে বিনা লড়াইয়ে জয়ের পথে নৌকার প্রার্থী

গফরগাঁও প্রতিনিধি

গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী গত রোববার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। এই ১৫টি ইউপির মধ্যে ১০টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের একক প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন।

এ ছাড়া বাকি পাঁচটিতে আওয়ামী লীগের দলীয় পাঁচজনসহ স্বতন্ত্র ১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কার্যালয়। সাধারণ সদস্য পদে ৫২৯ জনের মধ্যে পাঁচজনের প্রার্থিতা বাতিল হয়েছে। আর সংরক্ষিত সদস্য পদে ১৭০ জনের মধ্যে একজনের প্রার্থিতা বাদ পড়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামীকাল বুধবার পর্যন্ত মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ১৫ ইউপিতে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যানদের মধ্যে দুটিতে দলীয় মনোনয়ন পরিবর্তন হয়েছে। যাঁরা নতুন দলীয় মনোনয়ন পেয়েছেন তাঁরা হলেন পাঁচবাগে মো. মাহবুবুল আলম ও নিগুয়ারীতে মো. তাজুল ইসলাম মৃধা। পাঁচবাগ ইউপিতে একক প্রার্থী হিসেবে মো. মাহবুবুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

এ ছাড়া আওয়ামী লীগের অন্যান্য একক প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পথে বারবাড়িয়া ইউপিতে মো. আবুল কাশেম, সালটিয়ায় মো. নাজমুল হক ঢালী, চর আলগীতে মো. মাছুদুজ্জামান, যশরা মো. তরিকুল ইসলাম রিয়েল, রাওনায় শাহাবুল আলম, গফরগাঁওয়ে মো. শামসুল আলম, লংগাইরে আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উস্থিতে মো. নজরুল ইসলাম ও পাইথল ইউপিতে মো. আক্তারুজ্জামান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শামছুন্নাহার ভূঁইয়া বলেন, রসুলপুর, মশাখালী, দত্তের বাজার, টাংগাব ও নিগুয়ারী এই পাঁচটি ইউপিতে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্য ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন না হলেও সাধারণ সদস্য ও সংরক্ষিত পদে নির্বাচন হবে।

এই কর্মকর্তা জানান, আগামী ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ