হোম > ছাপা সংস্করণ

প্রতিবন্ধীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিনা মূল্যে নানা ধরনের থেরাপি ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ ভ্যানগাড়ির মাধ্যমে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধীদের এ সেবা দেওয়া হয়।

গত বৃহস্পতিবার দিনব্যাপী পৌর শহরের ফায়ার সার্ভিস চত্বরে এ কার্যক্রম পরিচালিত হয়। কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপুসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ভ্রাম্যমাণ গাড়িটিতে একজন চিকিৎসকসহ ছয়জন স্টাফ কর্মরত রয়েছেন। প্রতিবন্ধীদের গাড়িতে ওঠা নামার জন্য রয়েছে লিফটের ব্যবস্থা। গাড়ি থেকে প্রতিবন্ধী রোগীদের চিকিৎসা সেবাসহ দেওয়া হচ্ছে থেরাপি সেবা। এ ছাড়া গরিব–অসহায় রোগীদের জন্য হুইলচেয়ার, ডিজিটাল সাদা ছড়ি, কানে শোনার যন্ত্রসহ অন্যান্য সামগ্রী দেওয়া হয়।

শারীরিক প্রতিবন্ধী মরিয়ম বেগম বলেন, ‘টাকার অভাবে ঢাকায় যেতে পারি না। লোকমুখে শুনে এখানে এসেছি। কোনো টাকা–পয়সা লাগছে না। বিনা মূল্যে সেবা পেয়েছি।’

পটুয়াখালী প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের তত্ত্বাবধায়ক ডাক্তার রুহুল আমিন বলেন, ‘উপজেলায় গত ৪ দিন ধরে প্রায় পাঁচ শতাধিক প্রতিবন্ধী নারী–পুরুষ ও শিশুকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘উপজেলা সমাজসেবা অফিস এ কার্যক্রমে সহযোগিতায় করছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ