হোম > ছাপা সংস্করণ

সাধারণ অ্যানেসথেসিয়ার মাধ্যমে অস্ত্রোপচার চালু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হয়েছে জেনারেল (সাধারণ) অ্যানেসথেসিয়ার মাধ্যমে অস্ত্রোপচার। এর মাধ্যমে প্রসূতি রোগীর পাশাপাশি সাধারণ রোগীদের ছোট ও মাঝারি অস্ত্রোপচার করা যাবে।

গত মঙ্গলবার কলি আকতার নামের ২৮ বছর বয়সী এক নারীর টনসিলেক্টমি অস্ত্রোপচারের মাধ্যমে চালু হয় এ সেবা। এর তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাক-কান-গলা বিভাগের জুনিয়র কনসালট্যান্ট মানব কুমার চৌধুরী ও জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) সৌমেন বড়ুয়া।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিদের অ্যানেসথেসিয়ার মাধ্যমে অস্ত্রোপচার করা হয়। কিন্তু জেনারেল অ্যানেসথেসিয়ার মাধ্যমে অস্ত্রোপচারের ব্যবস্থা নেই কোনো হাসপাতালে। শুধু পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রথম কোনো রোগীর এ ধরনের অস্ত্রোপচার করা হলো।

সৌমেন বড়ুয়া বলেন, চট্টগ্রামের উপজেলা পর্যায়ে এ ধরনের অস্ত্রোপচার পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি উদাহরণ হতে পারে। এখন থেকে নিয়মিত সাধারণ রোগীদের শিডিউল করে অস্ত্রোপচার করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্যসাচী নাথ বলেন, ‘পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বাড়াতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তা করতে পারছি না। স্বাস্থ্য কমপ্লেক্সে পুরোদমে জেনারেল অ্যানেসথেসিয়া সেবা চালু করা গেলে সাধারণ রোগীরা উপকৃত হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ