মুহম্মদ জাফর ইকবালের ছোটগল্প ‘আজব ছেলে’ অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে সিনেমা। সরকারি অনুদানে মুক্তিযুদ্ধের গল্পের এ সিনেমা বানিয়েছেন মানিক মানবিক। প্রকাশিত ট্রেলারে দেখা গেছে, ১৬ বছরের এক কিশোর হেঁটে চলেছে। গন্তব্যে পৌঁছাতে হেঁটে যাওয়াই একমাত্র উপায়। তার এই গন্তব্যে আসে নানা বাধা। কেন তার এই যাত্রা এবং শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারবে কি না—এসবের উত্তর পাওয়া যাবে সিনেমা হলে। ১৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। শিশুতোষ এ সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন রিদওয়ান সিদ্দিকী। অন্যান্য চরিত্রে আছেন তৌকীর আহমেদ, সাজু খাদেম, তাহমিনা অথৈ প্রমুখ।
মুক্তি উপলক্ষে গত শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল সিনেমাটির প্রিমিয়ার শো। এতে সিনেমার কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন মুহম্মদ জাফর ইকবাল, অভিনেতা আতাউর রহমান প্রমুখ।
প্রিমিয়ার অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘একজন দুর্বল মানুষ নামের গল্পগ্রন্থের একটি গল্প আজব ছেলে। আমি আমার মতো করে গল্প লিখি। নির্মাতা সেখান থেকে নিজের মতো করে চিত্রায়ণ করেন। এত ছোট একটা গল্পকে সিনেমায় রূপান্তর করেছেন, এটি নির্মাতার কৃতিত্ব। এটাই চলচ্চিত্র নির্মাতাদের ক্রিয়েটিভিটি।’
নির্মাতা মানিক মানবিক বলেন, ‘মুক্তিযুদ্ধের এত সুন্দর একটা গল্প। যেখানে কোনো মারামারি নেই, গোলাগুলি নেই, মুক্তিযোদ্ধা, রাজাকারদের লড়াই নেই। কিন্তু তারপরেও এটি মুক্তিযুদ্ধের গল্প। এটাই আমাকে বেশি আকৃষ্ট করেছে। দর্শকের কাছে ভালো লাগবে।’
নামভূমিকায় অভিনয় করা রিদওয়ান সিদ্দিকী বলেন, ‘আমাদের সবচেয়ে গৌরবময় ইতিহাস মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। এর অংশ হতে পারা সত্যিই আনন্দের। আমাদের প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি। সেই সময়ের কোনো গল্পে অভিনয় করছি, সেটিও আবার নির্মাণ করা হয়েছে মুহম্মদ জাফর ইকবাল স্যারের লেখা গল্পে। চলচ্চিত্রে এর চেয়ে ভালো অভিষেক আর হতে পারে না।’