মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে আবার উত্তপ্ত হয়ে উঠছে চট্টগ্রাম রেলওয়ে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের পাহাড়তলীতে বিক্ষোভ মিছিল শেষে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে স্মারকলিপি দেন তাঁরা। বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ব্যানারে বিভাগীয় এই সমাবেশ হয়।
সমাবেশে অবিলম্বে বর্তমান কর্মচারীদের আইবাস প্লাস প্লাসের মাইলেজ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করা, মাইলেজ কোড বাতিল করে পার্ট অব পে হিসেবে আগের মতো বেতন কোড থেকে মাইলেজের দাবি করা হয়।
বিষয়টি সমাধানের জন্য রেল প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়। পরে রেলমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়। মন্ত্রীর আশ্বাসে পরে আন্দোলন প্রত্যাহার করা হয়। কিন্তু দুই মাস পার হতে চললেও অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেনি। এ নিয়ে ট্রেন চালক ও সহকারী চালকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত এর সমাধান না হলে আন্দোলনে যাওয়ার হুমকি দেন বক্তরা।