হোম > ছাপা সংস্করণ

‘মাদ্রাসার জমি দখলের অভিযোগ অবান্তর’

কুমিল্লা প্রতিনিধি

লাকসামে মাদ্রাসার জমি দখলের অভিযোগ অবান্তর এবং বিক্ষোভ, মানববন্ধন উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

গতকাল শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আইসিটি বিভাগ আয়োজিত ‘কুমিল্লা বিভাগীয় স্টার্টআপ ইনকিউবেশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘আমি শুনেছি সরকারি খাস জমিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে ডিসি-ইউএনও গৃহহীনদের ঘর দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। কুমিল্লা, ঢাকা ও চট্টগ্রামে আমার নিজের বেশ কয়েকটি বাড়ি আছে। সেখানে থাকার লোক নেই। অনেক জমি আছে চাষ করার মানুষ নেই। আমি কেন বাড়ি ও মাদ্রাসার মাত্র ১১ ডেসিম্যাল জমি দখল করতে যাব? যার মূল্য ৫-১০ লাখ টাকার বেশি হবে না। এটি আমার বোধগম্য নয়।’

লাকসাম উপজেলার দোগাইয়া আশরাফিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার জমি দখল করে গৃহহীনদের জন্য ঘর তোলার অভিযোগ তুলে বাংলাদেশ তরিকত ফেডারেশন কুমিল্লা জেলা শাখা। সংগঠনটি ৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটি রক্ষা এবং এই নির্মাণকাজে ইন্ধনের অভিযোগে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের অপসারণ দাবিতে বিক্ষোভ করে। এ সময় পদুয়ার বাজার এলাকায় তরিকতের নেতা-কর্মীরা শুয়ে মহাসড়ক অবরোধ করেন।

এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘আমি যখন শুনেছি, এখানে তাঁদের আপত্তি আছে; সঙ্গে সঙ্গে জেলা প্রশাসককে ফোন করে স্থগিত রাখার কথা বলেছি। কিন্তু আমি যে বিষয়ে কিছুই জানি না তা নিয়ে অভিযোগ তুলে মানববন্ধন, আমার অপসারণের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। আমার মনে হয়, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ ঘটিয়েছে।’

এ ছাড়া মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকলে ইসি পুনর্গঠনে বিএনপির অংশ নেওয়া উচিত। যদি সার্চ কমিটিতে নাম না দেয়, নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে সেটি দলের নিজস্ব বিষয়।’

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম আবদুল মঈন প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ