ময়মনসিংহ প্রতিনিধি
পিতা ফজলে হকের নামে হোমিও দাতব্য চিকিৎসালয় উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু। গত শনিবার সন্ধ্যার পর নগরীর ৪৯ নম্বর রামবাবু রোডে এই দাতব্য চিকিৎসালয় উদ্বোধন করেন তিনি।
মেয়র মো. ইকরামুল হক টিটুর সার্বিক সহায়তায় লাজিজ সুইটসের স্বত্বাধিকারী মাহমুদুল হাসান ও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শাহানুর আলম শান্তর তত্ত্বাবধানে হোমিও দাতব্য চিকিৎসালয়টি চালু করা হয়েছে।